ফেসিয়াল,স্টিমবাথ এবং মুখের
বাষ্পভাব দিলে সুফল
পেতে পারেন।
মিষ্টি ও গরম মসলাযুক্ত খাবার
পরিহার করতে হবে। অতিরিক্ত
রাত্রিজাগরন করবেন না। প্রচুর
পানি পান করুন,শাক-
সবজি,টাটকা মৌসুমি ফল খান।
বাজারে হাজারও ক্রিম/লোশন
বাজারে আছে , টিভি অন করলেই
মাথা খারাপ হবার অবস্থা । এই
হারবাল
ক্রিম, ওমুক ভাইয়ের এরোমা । সবাই
বলে ব্রন থেকে চির
মুক্তি পেতে তাদের
পন্যই সেরা । আসল কথা হল ওই পন্য
গুলো ক্ষতি ছাড়া, ব্রন ভাল করার
কোনো ক্ষমতা রাখেনা।
চিকিৎসাঃ
ক্যাপসুলঃ টেট্রাসাইক্লিন-250mg
প্রতি ৬ ঘন্টা পর পর ২১ দিন
খেতে হবে। (এই ওষুধ চিকিৎসকের
পরামর্শ ছাড়া ব্যবহার
করা যাবেনা)
সাথে ক্রিমঃ “রেটিন-এ”
চিকিৎসকের
পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
এছাড়া ঘরোয়া চিকিৎসা হিসেবে-
বেশী করে পানি খান । ঘুম
থেকে উঠার পর
পানি দিয়ে কুলি করার আগেই
মুখের লালা হাত এ নিয়ে ব্রন
যেখানে আছে লাগান । কিছুক্ষন
রাখুন তারপর মুখ ভাল মত ধুয়ে নিন ।
ইন শা আল্লাহ্ কমে যাবে ।
thank You For Reading..
বাষ্পভাব দিলে সুফল
পেতে পারেন।
মিষ্টি ও গরম মসলাযুক্ত খাবার
পরিহার করতে হবে। অতিরিক্ত
রাত্রিজাগরন করবেন না। প্রচুর
পানি পান করুন,শাক-
সবজি,টাটকা মৌসুমি ফল খান।
বাজারে হাজারও ক্রিম/লোশন
বাজারে আছে , টিভি অন করলেই
মাথা খারাপ হবার অবস্থা । এই
হারবাল
ক্রিম, ওমুক ভাইয়ের এরোমা । সবাই
বলে ব্রন থেকে চির
মুক্তি পেতে তাদের
পন্যই সেরা । আসল কথা হল ওই পন্য
গুলো ক্ষতি ছাড়া, ব্রন ভাল করার
কোনো ক্ষমতা রাখেনা।
চিকিৎসাঃ
ক্যাপসুলঃ টেট্রাসাইক্লিন-250mg
প্রতি ৬ ঘন্টা পর পর ২১ দিন
খেতে হবে। (এই ওষুধ চিকিৎসকের
পরামর্শ ছাড়া ব্যবহার
করা যাবেনা)
সাথে ক্রিমঃ “রেটিন-এ”
চিকিৎসকের
পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
এছাড়া ঘরোয়া চিকিৎসা হিসেবে-
বেশী করে পানি খান । ঘুম
থেকে উঠার পর
পানি দিয়ে কুলি করার আগেই
মুখের লালা হাত এ নিয়ে ব্রন
যেখানে আছে লাগান । কিছুক্ষন
রাখুন তারপর মুখ ভাল মত ধুয়ে নিন ।
ইন শা আল্লাহ্ কমে যাবে ।
thank You For Reading..
No comments:
Post a Comment