Monday, June 23, 2014

Android, Phone-কে, আপনারComputer-এর, Modemবানিয়ে, ফেলুন, অথবা, PC, Suitদিয়ে, Connect, করুনএখন, Android, Phone,

Android Phone-কে আপনার
Computer-এর Modem
বানিয়ে ফেলুন অথবা PC Suit
দিয়ে Connect করুন
এখন Android Phone ব্যবহারকরী প্রচুর
পরিমানে বেড়ে গেছে। এমন
কি দিন দিন
আরো বাড়ছে। আপনারা নিশ্চয়
Android
Phone-কে মডেম হিসেবে ব্যবহার
করতে চান? Android Phone-
কে Modem
হিসেবে ব্যবহার করার জন্য
Tethering
System-এর সাহায্য নিতে পারেন।
কিংবা বিভিন্ন Software-এর
মাধ্যমে আপনার ফোনকে Modem
হিসেবে ব্যবহার করতে পারেন।
আর
এটাকেই আমরা PC Suit
বলতে পারি।
কিন্তু আপনি যখন Free Internet-এর
ক্ষেত্রে Tethering System
বা বিভিন্ন
Softwares; যেমনঃ PDA NET ব্যবহার
করেন,
তখন এটি আর কাজ করে না।
Free Internet ব্যবহার
করতে যা করবেনঃ
আপনি যখন Free Internet ইউজ করবেন;
এমতাবস্থায় আপনি Tethering System
ব্যবহার করবেন না। আপনি ব্যবহার
করবেন
Dial Up পদ্ধতি। আসুন
তাহলে দেখি কিভাবে Dial Up
Connection
তৈরী করতে হয়। এবং এটির
সাহায্যে কিভাবে Android
Phone-
কে Modem হিসাবে ব্যবহার
কিংবা Net
Connect করবেন।
Dial Up Connection তৈরী করার
পদ্ধতিঃ
Dial Up Connection তৈরী করার জন্য
আপনাকে নিচের Requirement-
গুলো সম্পন্ন করতে হবে। অন্যথায়
আপনি Dial Up Connection
তৈরী করতে ব্যার্থ হবেন।
আপনার Computer-এ
Android Phone-এর USB
DRIVER ইন্সটল দিন।
আপনি ফোন ক্রয় করার
সময় নিশ্চয় একটি CD
পেয়েছেন; ঐ CD-এর
মধ্যেই USB DRIVER
পেয়ে যাবেন।
অথবা Google Search করুন
কিংবা Customer Care-এ
যোগাযোগ করুন। (USB
DRIVER হতে হবে ঠিক
আপনার ফোন কম্পানির
জন্য। যেমনঃ আপনি যদি
Samsung ব্যবহার করেন’
তাহলে আপনাকে Samsung
Phone USB DRIVER Install
দিতে হবে।)
Dial Up Connection
তৈরী করার জন্য
এভাবে অনুসরন করুন।
Setting>Control
Panel>Network
Connections>Create New
Network
Connections>Next>Connect
to the Internet>Set up My
Connection
Manually>Connect using a
Dial Up Modem>ISP Name:
(আপনি যে কোন নাম
দিতে পারেন।
যেমনঃ Grameenphone,
Banglalink, Airtel, Robi,
Teletalk ইত্যাদি)>Phone
No-এ *99# দিন
(এখানে *99# / *99*1#/
*99*2#/*99*3#
ইত্যাদি ব্যবহার
করতে পারেন , মূলত Dial
Up Connection
কে আলাদা করার জন্য
*99# এর পরে 1 ,2 , 3 নম্বর
ব্যবহার
করা হয়)>Next>Finish
APN Setting করবেন
যেভাবে। Settings>Control
Panel>Phone and Modem
options-এ Country:
Bangladesh এবং Area Code:
1000 দিন । আবার,
Settings>Control
Panel>Phone and Modem
options এ যান । Modem এ
ক্লিক করুন ।
Grameenphone সিলেক্ট
করুন । Properties এ যান ।
Advanced এ ক্লিক করুন ।
Extra initialization
command এ নিচের মত
লিখুন -AT
+CGDCONT=1,"IP","gpwap"।
এখানে APN- gpwap , এখন
থেকে APN পরিবর্তন
করতে চাইলে শুধু gpwap
এর জায়গায় আপনার
কাঙ্ক্ষিত APN লিখুন ।
এবার Control
panel>Network Connections
থেকে Dial Up Connection ,
যার নাম দিয়েছিলেন
Grameenphone ,
সেটা কানেক্ট করুন।
OK... এবার ব্যবহার করতে পারেন।
কোন
প্রকার জামেলা ছাড়াই।

No comments:

Post a Comment