Thursday, June 26, 2014

Memory, Card, এর, পাসওয়ার্ড, হ্যাক, করুন, (, Very, Easy

সাধারণত আমরা সবাই মোবাইলের মেমরী কার্ড ব্যবহার করি । আমরামেমরী কার্ডের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি ।কিন্তু অনেক সময়সেই পাসওয়ার্ড ভুলে যাই । আমি এখন আপনাদের যে ট্রিক্স টা শিখাব সেটা দিয়ে খুব সহজে আপনি আপনার মেমরি কার্ডের পাসওয়ার্ড খুলতে পারবেন । প্রথমে আপনি আপনার মেমরি কার্ড যেকোন Android/Symbian মোবাইলে ঢুকান । তারপরমেমরি কার্ড Format করুন । কাজ শেষ আপনার মেমরি কার্ডের পাসওয়ার্ড খুলে গেল

রন, সমস্যা, থেকে, মুক্তিরউপায়,

ফেসিয়াল,স্টিমবাথ এবং মুখের
বাষ্পভাব দিলে সুফল
পেতে পারেন।
মিষ্টি ও গরম মসলাযুক্ত খাবার
পরিহার করতে হবে। অতিরিক্ত
রাত্রিজাগরন করবেন না। প্রচুর
পানি পান করুন,শাক-
সবজি,টাটকা মৌসুমি ফল খান।
বাজারে হাজারও ক্রিম/লোশন
বাজারে আছে , টিভি অন করলেই
মাথা খারাপ হবার অবস্থা । এই
হারবাল
ক্রিম, ওমুক ভাইয়ের এরোমা । সবাই
বলে ব্রন থেকে চির
মুক্তি পেতে তাদের
পন্যই সেরা । আসল কথা হল ওই পন্য
গুলো ক্ষতি ছাড়া, ব্রন ভাল করার
কোনো ক্ষমতা রাখেনা।
চিকিৎসাঃ
ক্যাপসুলঃ টেট্রাসাইক্লিন-250mg
প্রতি ৬ ঘন্টা পর পর ২১ দিন
খেতে হবে। (এই ওষুধ চিকিৎসকের
পরামর্শ ছাড়া ব্যবহার
করা যাবেনা)
সাথে ক্রিমঃ “রেটিন-এ”
চিকিৎসকের
পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
এছাড়া ঘরোয়া চিকিৎসা হিসেবে-
বেশী করে পানি খান । ঘুম
থেকে উঠার পর
পানি দিয়ে কুলি করার আগেই
মুখের লালা হাত এ নিয়ে ব্রন
যেখানে আছে লাগান । কিছুক্ষন
রাখুন তারপর মুখ ভাল মত ধুয়ে নিন ।
ইন শা আল্লাহ্ কমে যাবে ।
thank You For Reading..

আপনার, মেমরি, কার্ডের, পাসোয়ার্ড, খুলুন, না, দেখেলে, মিস।,

মোবাইলে মেমুরী কার্ডের
ব্যবহার অতুলনীয় । কিন্তু-
মাঝে মাঝে আমাদের প্রিয়
মেমরী কার্ডে ভুলে পাসওয়ার্ড
লেগে যায় ।
.gd. বন্ধুরা দুস্টমী করে লাগিয়ে দেয় । আরো কত কী । কিন্তু সেই দিন
আজ থেকে শেষ । আজকে আপনাদের
কে সেখাব
কীভাবে মেমরী কার্ডের
পাসওয়ার্ড খুলতে হয় ।
খুবি সোজা একটা কাজ এর জন্য একটা Symbian মোবাইল প্রয়োজন
হবে । এগুলোর
মদ্ধে আপনাকে 6120,N73,E63,E71,E66,E5
এরকম সিরিয়েসের আরো মোবাইল
আছে যেগুলো দিয়ে পাসওয়ার্ড
খুলে যাবে। প্রথমে এরকম একটা মোবাইল
নিন। এরপর পাসওয়ার্ড
লাগানো মেমরি কার্ড টা সেই
মোবাইলে ডুকান।
মেমরি ডুকালে পাসওয়াড
চাইবে আপনি (Cancel) দিন। এবার সেই মোবাইলের (Tools) নামক
ফোল্ডারে যান। সেখান
থেকে মেমরী (Select) করুন। টুলস
থেকে মেমরী গিয়ে (Option) Click
করুন আর (Format) দিন বেস কাজ
সেষ । এখন আপনার মেমরী কারডের পাসওয়ার্ড
খুলে গেছে । একবার আপনার
মোবাইলে ডুকিয়ে দেখুন
কী পাসওয়াড চাইছে? বি:দ্র- ফরমেট দেওয়ার পর আপনার
মেমরী কার্ডের কিছুই
ফিরে পাবেন না । কিন্তু আপনার
মেমরী তো ফিরে পেয়েছেন ।

হ্যাকিং, শিখুন, খুবসহজেই, [★★★],

হ্যাকিং এর উপর সবারই কম
বেশী ঝোক আছে ।
কিন্তু হ্যাকিং বললেই তো আর
হ্যাকিং হয়ে যায় না । অনেক কাঠ
খড়
পোড়ানোর বিষয় আছে এর পেছনে ।
একজন
রিয়েল হ্যাকার
হতে হলে আপনাকে যেমন সময়
ব্যায় করতে হবে , তেমন সমান
তালে মেধাও
ব্যায় করতে হবে ।
টিটিতে হ্যাকিং এর উপর
অনেক টিউন ই আছে ।
সেগুলো অনেক উপকারীও
বটে । কিন্তু হ্যাকিং এর প্রাথমিক
বা শুরুর
বিষয়গুলো খুব কম স্থানেই
বলা আছে ।
সেখানে শুধু কয়েকটা টিপস
শেখানো হয় ।
কিন্তু রিয়েল হ্যাকার
হতে হলে আপনাকে অনেক
আগে থেকে শুরু
করতে হবে ।আজ সেই বিষয়েই
কয়েকটি ধাপ
নিয়ে আমি আলোচনা করব ।
আসলে বাংলাদেশে অনেক ভাল
ভাল
হ্যাকাররা আছেন । তাদের
প্রতি আমার
সালাম রইল । আমার লেখায় কোন ভুল
হলে সেটা ক্ষমাসুন্দর
দৃষ্টিতে দেখবেন ও
ভুলটা শুধরে দিবেন দয়া করে ।
আসলে কীলগার , বা বিভিন্ন
সফটওয়্যার
দিয়ে হ্যাকিংও এক ধরনের
হ্যাকিং ,
তবে সেগুলো সব ক্ষেত্রে সমান
ভাবে কার্যকরী নয় । এজন্য , রিয়েল
হ্যাকিং শিখতে গেলে আপনাকে নেটওয়ার্ক ,
প্রোগ্রামিং , ওয়েব হোষ্টিং ,
রিমোট
একসেস , আইপি নেটওয়ার্কিং ও
আরও অনেক
বিষয়ে ভাল জ্ঞান
থাকতে হবে যদিও
আমি নিজেও বিষয়গুলো মোটেও
বুঝি না । তবুও
যেটুকু বুঝি সেটুকু আপনাদের
মাঝে শেয়ার
করছি ।তবে এটাকে কখনও
হ্যাকিং টেকনিক
ভেবে ভুল করবেন না । কারণ ,
এটা জাষ্ট
আপনার হ্যাকিং এর জন্য একটা থিম
বা বেসিক
। এর মধ্যে আপনি সব
ধাপগুলো জানতে পারবেন
। কিছু কিছু কাজ নিজেও
করতে পারবেন ।
তবে অনেক কিছুই এখান
থেকে বুঝে আপনাকে গুগলে সার্চ
দিয়ে বের
করে জানতে হবে সেগুলোর ইউজ
সম্পর্কে ।
প্রথমে দেখে নিই রিয়েল
হ্যাকিং এর
প্রাথমিক কয়েকটা ধাপ ।
১. সুনির্দিষ্ট কিছূ তথ্য সংগ্রহ করা
২. পোর্ট স্ক্যান করা
৩. টার্গেটের
অপারেটিং সিস্টেম এর সকল
তথ্য বের করা
৪. সিস্টেমের খুত খুজে বের করা
৫. সিস্টেম এট্যাকের প্রস্তুতি
৬. সিস্টেমে এ্যাটাক করা
৭. সব শেষে আপনি যা কিছু
করতে চান
তা বাস্তবায়ন করা
তথ্য সংগ্রহ
প্রথমে আপনি যে ওয়েবসাইট
বা সিস্টেম হ্যাক
করতে চান তার আইপি খুজে বের করুন

এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ । এটার
জন্য কমান্ড
প্রোমট ওপেন করে টাইপ করুন :
ping yoururl.com
তারপর এন্টার দিন । দেখুন আপনার
ওযেবসাইটের
আইপি পেয়ে গেছেন । তারপর এই
আইপি নিয়ে এর
সম্পর্কে বিস্তারিত তথ্য
সংগ্রহ করুন । ওয়েবসাইট সম্পর্কে সকল
তথ্য ( যেমন :
মালিকের ইমেইল , সাইটের
সার্ভিস , কন্টাক্ট
নম্বর ইত্যাদি ) সংগ্রহ করুন ।
এগুলো পরবর্তীতে অনেক
কাজে আসতে পারে । তারপর এই
ডোমেইন এর
মালিকের ইমেইল , ডোমেইন
কোম্পানী সহ
যাবতীয় তথ্যের জন্য এই
whatismyipaddress.com
এ গিয়ে আপনার টার্গেট ইউ আর এল
লিখুন ও
সার্চ করুন ।
তারপর আইপি এড্রেস এর লোকেশন
জানার জন্য
এই www.who.is
এ যেয়ে তার
লোকেশনটা জেনে আসতে পারেন
। যাই
হোক , গুগলে সার্চ দিয়ে তার
সম্পর্কে যত তথ্য
দরকার সব বের করার চেষ্টা করুন ।
পোর্ট স্ক্যানিং
পোর্ট স্ক্যানিং টা হল
অপারেটিং সিস্টেম
বা ওযেবসাইটের ঢোকার
রাস্তা খুজে বের
কার । ধরুন আপনি একটা চুরি করবেন
একটা বাড়িতে , তাহলে নিশ্চই
আপনাকে ওই
বাড়িতে ঢুকে তার কোন
দরজা খোলা আছে বা কোন দিক
থেকে ঢুকলে সুবিধা হয়
তা জানতে হবে ।
একাজটা হল এরকমই । এটার
মাধ্যমে মূলত
আপনি যেখানে এটাক করবেন , তার
কোন পথ
সহজ বা দূর্বল তা বের করার জন্য ।
এটার জন্য
আপনি কোন দামী পোর্ট স্ক্যানার
ব্যাবহার
করতে পারেন বা কোন
ফ্রী সফটওয়্যারও ইউজ
করতে পারেন । এটার কাজ হল , কোন
সিস্টেমের কোন পোর্ট
খোলা বা বন্ধ
বা রানিং অবস্থায়
আছে তা খুজে বের করা ।
এই কাজের জন্য আপনি NMAP or
SUPERSCAN
সফটওয়্যার ইউজ করতে পারেন ।
আপনি NMAP
দিয়ে পোর্ট স্ক্যান করার সময়
যদি সেই পোর্ট
থেকে UP রিপ্লাই দেয় ,
তাহলে বুঝবেন
পোর্টটি রানিং অবস্থায় আছে । এই
সফটওয়্যারটি গুগলে সার্চ
দিয়ে ডাউনলোড
করে নিন । তারপর কাজ শুরু করুন ।এর
ব্যাবহারের
উপর গুগলে সার্চ দিলেই অনেক
টিউটোরিয়াল
পেয়ে যাবেন ।
নিজের পিসির পোর্ট খুজে বের
করতে কমান্ড
প্রমোট এ গিয়ে লিখুন :
Netstat –no
তারপর এন্টার দিন । দেখবেন আপনার
পিসির
পোর্ট গুলো সো করছে । NMAP
ডাউনলোডের
জন্য http://sectools.org যান ।
অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য
হ্যাকিং এর জন্য আপনাকে অবশ্যই
ভিকটিমের
অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য
জানতে হবে । যেমন , ভিকটিম কোন
অপারেটিং সিস্টেম ব্যাবহার
করে ।
উইন্ডোজ না লিনাক্স
নাকি ইউনিক্স
না ম্যাক ? তারপর
আপনাকে অপারেটিং সিস্টেমের
ভার্সন
বের করতে হবে । যেমন উইন্ডোজ
ইউজ
করলে ভার্সন কত , মানে উইন্ডোজ ৭ ,
না ৮
নাকি এক্সপি ? এ্যাকুরেট এট্যাক
চালাতে হলে আপনাকে এগুলো সম্পর্কে অবশ্যই
জানকে হবে ।
না জানলে আপনি সঠিকভাবে রিমোট
সিস্টেমে প্রবেশ করতে পারবেন
না । এই
কাজের জন্য যেসব টুলস প্রচলিত
আছে সেগুলো হল : NMAP , Netscantool
pro প্রর্ভতি ।
গুগলে সার্চ দিয়ে এগুলো সংগ্রহ
করার
চেষ্টা করুন । খুব সহজেই
পেয়ে যাবেন
আশা করি ।
সিস্টেমের খুত খুজে বের করা
এটা হল , একটা সিস্টেমের কোথায়
কোন খুত
বা দূর্বলতা আছে সেটাকে খুজে বের
করা ।
প্রায় সব সিস্টেমেই কোন না তোন
স্থানে সমস্যা থাকে ।
এটা হতে পারে প্রোগ্রামিং এর
সমস্যা ,
কোন সফটওয়্যার এর সমস্যা ইত্যাদি ।
এখন এই
পর্যায়ে আমাদের কাজ
হবে সিস্টেমের সেই
সমস্যাগুলো খোজা ।সিস্টেমের
কোন পোর্ট
খোলা আছে বা রানিং আছে সেটা দেখা ও
ওই পোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য
সংগ্রহ করা ।
এর জন্য আপনারা অনেক টুলস
ব্যাবহার
করতে পারেন । তবে Nessas , Nikto ,
Core Impact এই
টুল গুলো এই কাজের জন্য বেশ ভাল
টুলস ।
এগুলো কীভাবে ইউজ করতে হয়
তা গুগলে বিভিন্ন সাইট
থেকে দেখে নিতে পারেন ।
সিস্টেম এট্যাকের ফাইনাল
প্রস্তুতি ও এটাক
এ পর্যায়ে মূলত আপনাদের কোন
সিস্টেম
বা ওয়েবসাইট এট্যাকের ফাইনাল
প্রস্তুতি নিতে হবে । এর জন্য মূলত
আপনাদের
সিস্টেমের দূর্বলতা অনুসন্ধান
করে যে পো্র্টের
দূর্বলতা রয়েছে সেই
পোর্টের Apache টা বের
করতে হবে । এটা বের
করার জন্য কমান্ড প্রমোটএ টাইপ
ককরুন :
telnet your target ip or url port
বা , একটা উদাহরণ :
telnet 10.127.25.32 80
(ধরে নিলাম আপনার টার্গেট
আইপি হল ৮০ ,
এখানে আপনারা যে পোর্টে দূর্বলতা পাবেন
সেটাই লিখবেন ।)
এটা লিখে এন্টার চাপুন । দেখবেন ,
২য়
লাইনে আপনার কাঙ্খিত
বস্তুটি আপনি পেয়ে গিয়েছেন ।
এবার আপনার
Apache ও পোর্টের জন্য এক্সপ্লোইট
কোড
ডাউনলোড করতে হবে । এই
কোডটা হল , কোন
সিস্টেমের নির্দিষ্ট
দূর্বলতা অনুযায়ী এট্যাক
চালানোর জন্য কিছু সোর্স কোড
বা কমান্ড ।
এটা ডাউনলোড করার জন্য
গুগলে সার্চ দিন ও
ডাউনলোড করে এটা কম্পাইল
করে ফেলুন ।
ব্যাস , সব কাজ শেষ । এবার এট্যাক
চালান এই
কোড ব্যাবহার করে । এটাকের
বিষয়টা বিস্তারিত বলা সম্ভব
হচ্ছে না ।
পরবর্তীতে কোন পোষ্টে বলার
চেষ্টা করব । আর
আপনারা গুগলে সার্চ
দিয়ে এক্সপোলাইট
কোড দিয়ে কীভাবে এটাক
করতে হয়
তা জেনে নিতে পারেন । ইউ
টিউবের
ভিডিও ও দেখতে পারেন ।
এক্সপ্লোইট কোড সার্চ করার জন্য
https://www.google.com.bd/?
gws_rd=cr&ei=v_ngUtnuNK2-sQT654KYCg
ক্লিক করুন।
রিমোট সিস্টেমে কোন টুল ইন্সটল
করা ও
সিস্টেমের ফুল এক্সেস নেওয়া
এবার ধরে নিলাম আপনি সফল
ভাবে এটাক
করে রিমোট সিস্টেমের নিয়ন্ত্রন
পেয়েছেন ।
এরপর কী ???? আপনি আপনার ইচ্ছা মত
অনেক
কিছুই করতে পারেন । ইউজারের
ব্রাউজিং কুকি চুরি করতে পারেন

পাসওয়ার্ডগুলো নিতে পারেন ।
পিসিতে একটা কীলগার
বা ট্রোজান ইন্সটল
করে দিতে পারেন
পরবর্তী এক্সেসের জন্য ।
বা সেই পিসির সকল লগ ফাইল
ডিলিট
করতে পারেন বা কোন ফাইল
কপি করে নিতে পারেন ।
যা আপনার ইচ্ছা হয় ,
তাই করতে পারেন

[Hot], ©ফেসবুক, একাউন্ট/, অন্যান্যএকাউন্ট, হ্যাকিং, করার, পদ্ধতি©,

©ফেসবুক একাউন্ট/ অন্যান্য একাউন্ট
হ্যাকিং করার পদ্ধতি©
®অপেরা বা ইউসি এর হ্যন্ডলার
মডিফিকেশন
করে নিন । এবার ফ্রী নেট এর অফার
দিয়ে আপনার ব্রাওজার ইউজ
করতে বলুন ।
কুয়েরির অপশনে আপনার
হ্যাকিং এড্রেস দিন ।
এবার কেউ ফ্রী নেটের আশায়
আপনার মডিফাইড
ব্রাওজার ইউজ করলেই আপনার
কাছে গুপ্তধন
চলে আসবে ।
® ফ্রেন্ড
কে পাম্পিং করে রাস্তার
মোড়ের চায়ের
দোকানে নিয়ে যান । তার
সাথে মিলে মিশে চলুন ও খেয়াল
রাখুন তার
পাসওয়ার্ড কি! হয়ত পেয়েও
যাবেন। বা হাসির
ছলে জেনে নিন। এতেও না হলে এর
পর একদিন
তাকে ভোদকা খাইয়ে মাতাল
করে জেনে নিন
পাসকোড ।
®ফিশিং ওয়াপ সাইট
তৈরি করে নিন । হুবহু
ফেসবুকের মতই যেন দেখতে হয় ।
যেমন- টেডবুক।
এতে লগ ইন করার জন্য ফেবুর আইডি ও
পাসওয়ার্ড এর অপশন রাখুন । কেও লগ
ইন
করলে আপনার কাছে তার পাসকোড
চলে আসবে ।
®থার্ড পার্টি এপ্লিকেশন
বানিয়ে নিতে পারেন ।
যেমন-মোড ডিটেক্টর , অনলাইন
ফেবুর গেমস,
রাশি ফল , ইত্যাদি । এই রকম এপস
বানিয়ে নিলে এখানেও অনেক
গাধা আসবে । তাদের
কেউ পেয়ে যাবেন কুপোকাত করার
জন্য।
®লাইক পাগল দের জন্য
অটো লাইকের সাইট
বানিয়েও হ্যাকিং করা যায় ।
®স্ট্রং পাসকোড মেকিং এর অফার
দিয়ে আপনার
হ্যাকিং টুলস বানান । অনেক
অভিজ্ঞ লোকও
স্ট্রং পাসকোড মেক করার জন্য
আপনার
ফাদে পা দিবে ।
®ই মেইল স্ট্রিং কী র অফার দিন
যাতে একাউন্ট
বল্ক এর হাত থেকে বাচা যায় ।
এখানে কেউ
বাচতে চাইলে আগে মরবে ।
®Java স্ক্রিপ্ট ইউজ করে আপনার ব্লগ
বা ফ্রী এপস ডাওনলোড এর
সাইটে কোডিং করুন ।
এখানে পাসকোড
দিলে আপনি হাতিয়ে নিতে পারেন
একাউন্ট ।
®কী লগার এপস মেক করতে পারেন
(পিসি ইউজার
ধরা পড়বে)। এপসের সাথে লিঙ্ক
করে দিন । কেউ
ডাউন লোড করলেই কেল্লাফতে ।
®জনপ্রিয় এপসের আদলে সফটওয়ার
বানিয়ে নিন
। যেমন -এন্টি ভাইরাস ,
ফ্রী মেসেজ
সেন্ডিং এপস। এখানেও ফেবুর
পাসকোড অপশন
রাখুন । কেউ ইউজ করলেই ধরা পড়বে ।
®যে সকল গাধারা সিকিউর অপশন
চালু করে নাই
তাদের ধরার জন্য ফাদ
হিসেবে ব্রাওজারের কুকিজ
রিট্রিভ করুন । এটা জটিল প্রক্রিয়া ।
তবে ৮০% সফলতা পাবেন । HTTP
ইউজার
রা মরবেই মরবে । নিরাপত্তার জন্য
https
ইউজ করুন ।
®এটা অত্যন্ত জটিল প্রসেস ও ব্যয়বহুল ।
এজন্য আপনাকে সার্ভার সহ
প্রক্সি সাইট
বানিয়ে নিতে হবে । যেমন -
হাইডমি.বি ,
প্রক্সি কাপ । এই রকম দেখতে হয় এমন
সাইট ।
®এ ভাবেই সাধারনত একাউন্ট
হ্যাকিং করা যায় ।
(কেউ আমায় খারাপ
মনে করলে আমার কিচ্ছু
আসে যায় না । আপনাদের সতর্কতার
জন্য ই ফাদ
গুলো উন্মুক্ত করে দিলাম ।
যাতে নিরাপদে থাকতে পারেন। )
কোনো সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ
করতে পারবেন।

UCBrowser, এরSpeed, আগের, থেকে, দিগুন, করুন, সবমোবাইলে, কাজ, করবে, ১০০%,

আমরা যেসব UCBrowser এ 3G Speed
browser
লিখা থাকে ।কিন্তু আমরা 2G Speed
ও পায় না ।তাই
আজ আপনাদের UCBrowser full Speed
পাওয়ার
System লিখবো ।
প্রথমে আপনি আপনার Ucbrowser
open করুন ।
Ucbrowser Settings এ যান ।Network এ যান
। Block Size 5M Select করুন ।তারপর Proxy
Server এত
যান ।Proxy Server এ টিক চিহ্ন দিন
proxy Server
এর 1st Box এ যান ।1st box এ
সেখানে কিছু
লেখা আছে সেই গুলো Clear/Delete
করুন ।তারপর---
>>>
217.26.14.18:3128
<<<---এই proxy Number টা দিন ।proxy
server 2nd Box এ যান
সেখানে কিছু লেখা আছে আগের
মত সেই গুলো Clear/
Delete করুন । এখন Number টা এই
ভাবে দিন---
>>>
http://217.26.14.18:3128
<<<---
Settings Save করুন আর enjoy করুন ।
I am tested For Nokia-C1-01&Nokia-
E63&Nokia-E66&Nokia-2730c-1 Mobile
তবে যেকোনো মোবাইলে এবং যেকোনো UcBrowser
কাজ করবে 100% ।
Note: এই Tips যেকোনো Ucbrowser &
Mobile এ
100% করবে [ইনশাহআল্লাহ] Any problem
or
না বুঝলে Comment me 100% Working Just
মনোযোগ দিয়ে চেষ্টা করুন ।

জিপি, সিমকে, ১০টাকা, বাঁশ, মারুন, ডিজিটাল, ভাবে,

GP এর
ইমারজেনসি ব্যালান্
হ্যাক করুন ।
প্রথমে *1010*1#
দিয়ে 10TK নিন
এখন ওন্য একটা ফোন
থেকে ব্যালান্স
ট্রান্সফার
করে 50TK নিন
দেখবেন আপনার ধার
করা 10TK কেটে নেয় নি । এখন
50TK শেষ হবার
পরে আবারও আগের
মত
করে 50TK ব্যালান্স
ট্রান্সফার করুন (not recharge) এখন
টাকা ফ্লেক্সি
করলেও দেখবেন 10
টাকা কাটছে না

নিজেরতৈরি, ব্যাটারী, দিয়ে, আনলিমিটেডআলো, জ্বালান,

এবার আনলিমিটেড আলো জ্বালান
নিজের তৈরি ব্যাটারী দিয়ে।
আসছে গরমে লোড শেডিং এর
কারনে রাতে আমরা অনেকেই
লেখাপড়া করতে পারি না ? তাই
আমি একটা উপায় খূঁজে বের করলাম ।
এর জন্য আপনাকে কয়েকটিজিনিস
সংগ্রহ করতে হবে ! 1. 200 গ্রাম কাপর
ধোয়ার ডিটারজেন্ট 2. 100 গ্রাম
কাপর ধোয়ার সোডা 3. 50 গ্রাম পান
দিয়ে খাওয়ার চুন 4. 1.5 ভোল্টের 6
টি পচা বা নষ্ট ড্রাই সেল
ব্যাটারী 5. 6 টি সাদা আলোর LED
বাল্ব 6. 400 গ্রাম পানি .
প্রথমে পানি , সোডা ,
ডিটারজেন্ট , ও চুন
একটি পাত্রে মিশ্রন করুন!
ভালোভাবে মিশ্রন হয়ে গেলে 6
টি আলাদা পাত্রে সমান
পরিমানে মিশ্রনটি ঢালুন .
এক্ষেত্রে আপনি ছোট প্লাস্টিকের
কৌটাকে পাত্র হিসাবে ব্যাবহার
করতে পারেন ! এখন 6
টা ব্যাটারীকে সিরিজে সংযোগ
দিন ! অর্থাত্ , 1ম ব্যাটারীর
পজেটিভের সাথে 2য় ব্যাটারীর
নেগেটিভ সংযুক্ত করুন, এভাবে , 2য়
এরসাথে 3য়, 3য় এর সাথে 4র্থ, 4র্থ এর
সাথে 5ম, ও 5ম এর সাথে 6ষ্ঠ
ব্যাটারীর পজেটিভ এর
সাথে নেগেটিভ এর সংযোগ দেন .
তাহলে 1ম
ব্যাটারী থেকে নেগেটিভ ও 6ষ্ঠ
ব্যাটারী থেকে পজেটিভএই দুই
লাইন আউটপুট হিসাবে পাবেন . এখন
6 টি বাল্ব এর সংযোগ
প্যারালালে দিন !
এক্ষেত্রেপ্রতিটি LED বাল্বের
দিকে লক্ষ্য করলে দেখবেন যে ,
এদের 2 টি করে পিন আছে .
একটালম্বা আর একটা একটু খাটো .
লম্বা পিন সব গুলো এক
সাথে সংযোগ করে দিন . এবং সব
গুলো খাটো পিন এক সাথে সংযোগ
করুন. এখন 1ম
ব্যাটারী থেকে নেগেটিভ লাইন
বাল্বের খাটোপিন গুলিতে ও 6ষ্ঠ
ব্যাটারী থেকে পজেটিভ
লাইননিয়ে এসে বাল্বের লম্বা পিন
গুলিতে লাগান . এবার 6
টি ব্যাটারী একটা একটা করে 6
টি কৌটাতে ডুবিয়ে রাখুন .
দেখবেন আলো জ্বলতেছে। ;-) একটু
লক্ষ্য করুন 1. মিশ্রন বানানোর সময়
মিশ্রনে হাত দিবেন না ! 2. বাল্ব
গুলো সংযোগ করারআগে সুবিধে মত
স্থানে সেট করে নিন ! 3. পাত্রের
ভিতর ব্যাটারী পুরোটা ডুবাবেন
না . যেকোন এক প্রান্ত বের
করে রাখবেন . 4. 10, 15 দিন পর পর
ব্যাটারীর তারে হাত
দিয়ে টেনে দেখুন , ঠিক
আছে না ছিরে গেছে !
5.বাল্বে যদি সুইচ লাগান
তাহলে ডিসি সুইচ লাগাবেন . 6.
এভাবে আপনি ছয় মাস
চালাতে পারবেন . ছয় মাস
পরে ব্যাটারী ও দ্রবন
পরিবর্তনকরতে হবে . 7.
আপনি ইচ্ছে করলে ব্যাটারী , বাল্ব
ও দ্রবনের পরিমান
বারাতে পাবেন .
ভালো থাকবেন !

Sim, লক, হয়ে, গেছে, No, Tension., , এটা, দেখুন,

Sim লক হয়ে গেছে?
অর্থাত্ sim লাগালে security
code
খুজতেচে? কি করবেন?
ডাক্তারের ...?
না এবার নিজেই নিজের মোবাইল
ঠিক করুন
শুধু একটা কোড দিয়
আপনর মোবাইলে
*2767*28-78#
এই কোডটি চাপুন. এবার মোবাইলটি restart নিবে.
মোবাইলটি অন হলে যদি
security code এর কোন
option আসে তাহলে
আপনার ইচ্ছা মত যে কোন কোড
দিতে পারেন অথবা 0000(জিরো)
দিয়ে দিন
যতবার কোড খুজবে ততবার এক>ই
সংখ্যা দিন.
*2767*2878# এই কোড এ
কাজ না হলে *2767*3855# এই
কোডটা দিয়ে দেখুন

গুগল, প্লে, থেকে, অ্যাপস, ডাউনলোড, করুন, আপনার,

মোবাইল এ নেট নেই
তো কি হয়েছে
পিসি তে তো
আছে।
আজ আমি আপনাদের
কে দেখাব
কি ভাবে অতি
সহেজেই আপনি গুগল
প্লে থেক অ্যাপস
ডাউনলোড
করতে পারেন।
যে ভাবে গুগল
প্লে থেক অ্যাপস
ডাউনলোড করবেন ?

প্রথমেই গুগল
প্লে থেকে আপনি
যে অ্যাপ
টি ডাউনলোড
করতে চান তার
লিঙ্ক টি কপি করুন।
লাল
কালিতে মার্ক
করা অংশ টুকু পর্যন্ত।
এবার এখানে যান

[url]http://apps.evozi.com/
apk-downloader[/url]


কপি করা লিঙ্ক টুকু
পেস্ট করে
Generate Download
Link
এ ক্লিক করুন
এবং লিঙ্ক ক্রিয়েট
হওয়ার আগ পর্যন্ত
অপেক্ষা করুন।
Tunes ভাল
লাগলে ডান
পাশের এবং হোম
পেজ Ads click করুন.
লিঙ্ক ক্রিয়েট
হয়ে গেলে
Click Here To
Download
এ ক্লিক করুন। ক্লিক
করলেই অ্যাপ
ডাউনলোড
হওয়া স্টার্ট হবে|

ধন্যবাদ

হার্ডডিস্কভালো, রাখারকিছু, দুর্দান্তটিপস, ন,

কম্পিউটিং ডিভাইসে হার্ডডিস্ক বাদ দিয়ে কিছু চিন্তা করা অসম্ভব! অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রয়োজনীয় সব ফাইল সংরক্ষণ, সম্পাদনা ও ব্যবহারের কাজে হার্ডডিস্ক ব্যবহার করা হয়। হার্ডডিস্কের এতসব প্রয়োজনীয়তার ভিড়ে কোনো কারণে সমস্যা দিলে ভোগান্তির শেষ নেই। নানা কারণে এই ভোগান্তিতে পড়তে হয়। তবে কিছু বিষয় মেনে চললে হার্ডডিস্কের ক্রাশ কিংবা অন্যসব সমস্যা থেকে দুরে থাকা যায়। হার্ডডিস্কের সুরক্ষায় তেমনই কিছু বিষয়ের উল্লেখ করা হলো।

বিষয় গুলো হলঃ

১) পার্টিশন ব্যবহার
করা। এতে একটি
পার্টিশনে
অপারেটিং
সিস্টেম এবং
অন্যান্যগুলোতে
প্রয়োজনীয় ফাইল
রাখা যায়
ফলে কোনো
কারণে সমস্যা হলে
ফাইল
রিকোভারিসহ
নানা কাজে
সুবিধা হয়। আর হ্যাঁ,
প্রতি পার্টিশনে
অন্তত ২০ শতাংশ
জায়গা ফাকা
রাখা উচিত।

২) হার্ডডিস্ক
নিয়মিত ডিফ্র্যাগ
করা। সপ্তাহে অন্তত
একবার বুট টাইম
ডিফ্রাশ
তথা পেজফাইল,
হিবারফিলসহ
সিস্টেম ফাইল
ডিফ্রাশ করা।
এতে অপ্রয়োজনীয়
ফাইলের
ঝামেলা থেকে
মুক্তি পাওয়া যায়।

৩) হার্ডডিস্কের
প্রধান শত্রু
হলো ধুলাবালি।
একটি ছোট্ট
ধুলাবালির
কণা হার্ডডিস্কের
হেড নষ্ট
করতে পারে।
এতে হার্ডডিস্ক
ক্রাশ হওয়ারও
সম্ভাবনা থাকে।
তাই যতটা সম্ভব
ধুলাবালি থেকে
হার্ডডিস্ককে
সুরক্ষা করা উচিত।

৪) হার্ডডিস্কের
তাপমাত্রা নিয়মিত
মনিটর করা।
প্রয়োজনে সিস্টেম
ও হার্ডডিস্ক মনিটর
সফটওয়্যার ব্যবহার
করতে পারেন।
প্রয়োজনে
ক্রিটিক্যাল
তাপমাত্রা সেট
করে নিতে হবে,
যাতে হার্ডডিস্ক
গরম হয়ে গেলে
নোটিফিকেশন
পাওয়া যায়।

৫) নিয়মিত
রিসাইকেল বিন ও
ব্রাউজার ক্যাশ
মুছে ফেলা।
এক্ষেত্রে
সিক্লিনার
সফটওয়্যার ব্যবহার
করা যেতে পারে।

৬) সুযোগ
পেলে বছরে অন্তত
একবার
হার্ডডিস্কের
ডাটা ব্যাকআপ
নিয়ে ডিস্ক
লো লেভেল
ফরম্যাট
করে নেওয়া।
এতে ব্যাড সেক্টরসহ
হার্ডডিস্কে
অন্যান্য
সমস্যা থাকলে
সেটি দুর
হতে পারে।

৭) প্রয়োজনে
উইন্ডোজের
ইনডেক্সিং বন্ধ
করে দেওয়া। কারণ
ইনডেক্সের
কারণে অযথাই
ডিস্ক
ঘুরতে থাকে এবং
শক্তি বা ব্যাটারি
ক্ষয় হয়।

৮) ইউপিএস ব্যবহার
করা।
এতে হার্ডডিস্ক
ক্রাশ
হওয়া থেকে দুরে
থাকা যায়।

৯) সিস্টেম রিস্টোর
অফ
করে রাখা উচিত।
কারণ সিস্টেম
রিস্টোর
হার্ডডিস্কের
পারফরম্যান্স
ধীরগতির
করে ফেলে।

উইন্ডোজ, ৮, এ, My, Computer, এর, শর্টকাট, ডেক্সটপ, এ, আনার, সহজ, উপায়, ।,

আশা রাখি সবাই
এত গরমের মাঝেও
ভালো ও সুস্থ
আছেন।
আজকে ছোট
একটা জিনিস
নিয়ে লিখবো।
আমি জানি মোটামুটি সবাই
এটি জানেন
তবে যারা নতুন
উইন্ডোজ ৮ ইন্সটল
দেন তারা অনেকেই
এই ঝামেলায় পরেন ।
উইন্ডোজ ৮ ইন্সটল
দেয়ার পর My Computer
এর শর্টকাট
ডেক্সটপ
আনতে পারেন না।
আমিও এই ঝামেলায়
পরেছিলাম।
পরে অনেক
খোঁজা খুজির পর
পেয়েছি। তাই
ভাবলাম
ব্যাপারটা আপনাদের
মাঝে শেয়ার
করি জাতে আমার
মতো আর কেউ এই
ঝামেলায় না পরেন।
যাহোক কাজের
কথায় আসি।
প্রথমে ডেক্সটপ এ
মাউস রেখে রাইট
বাটন এ ক্লিক
করে অপশন
থেকে Personalize এ
ক্লিক করুন।
এরপর নিছের
মতো উইন্ডো দেখতে পাবেন।
এখন দাগ
দেয়া জায়গায়
ক্লিক করুন
মানে হল Change
desktop icons এ ক্লিক
করুন।
এরপর দেখবেন
desktop icon settings
নামে একটা উইন্ডো ওপেন
হবে। এখন এখান
থেকে যে জিনিস
আপনি ডেক্সটপ এ
দেখতে চান তার বাম
দিকে টিক দিন।
সবশেষে OK বাটন এ
ক্লিক করে বের
হয়ে আসুন।
দেখবেন এখন
আপনার পিসির
ডেক্সটপ এ My
Computer এর শর্টকাট
শো করতেছে ।

KMPlayer, এর, Show, করা, অ্যাড, থেকে, পান, চিরতরে, মুক্তি।, (, স্ক্রীনশট, সহ, ), ।,

আসসালামু
আলাইকুম…………!
আশা করি সবাই
আল্লাহর
রহমতে ভালোই
আছেন।
আমিও আপনাদের
দোয়ায় আর
আল্লাহর রহমতে
ভালোই আছি ।
আপনারা যারা KmPlayer
এর 3.7.0.113 এই
ভার্সন তা ব্যাবহার
করেন,
তারা সবাই এর
ভুক্তভুগি ।
প্লেয়ার
ছাড়লেই অ্যাড
দেখাইতে থাকে( নেট
কানেকশন থাকলে) ।
1. kmplayer4-300x141.Jpg আর নেট খরচ
বাড়িয়ে দেয়। আজ
আমি আপনাদের এ
থেকে দিব
চিরতরে মুক্তি। শুধু
নীচের স্টেপ
গুলা ফলো করুন।
প্রথমেই যান C:/
windows/system32/
drivers/etc/hosts।
আমাদের কাজ হল
এখানে থাকা host
ফাইল টি কে নিয়ে।
এটা আপনি প্রথমেই
এডিট
করতে পারবেন না।
তাই নীচের
স্ক্রিনশট
ফলো করুন ।
host ফাইল টার উপর
রাইট বাটন ক্লিক
করেন।
security
তে জান। তারপর
স্ক্রীনশট…
2. kmplayer1-289x300.Jpg Edit এ যাওয়ার পর,
user সিলেক্ট
করে স্ক্রীনশট এ
শো করা বক্সগুলা Chek
দিন। যদি না থাকে।
3. kmplayer2-248x300.jpg তারপর host ফাইল
টি নোটপ্যাড
দিয়ে ওপেন করুন । 4. kmplAYER3-300x197.jpg আন্ডারলাইন
করা অংশটুকু লিখুন।
127.0.0.1
player.kmpmedia.net
সেভ করে বের
হয়ে আসুন। কাজ
শেষ।

আপনার, মডেমের, গতি, বাড়ানো, খুব, সহযে,

প্রথমে control panel> phone and modem
options এ গিয়ে আপনার
মডেমটি সিলেক্ট করুন. এবার properties
এ গিয়ে advance এ কিল্ক দেখবেন
extra settings সেখানে কমান্ডে লিখুন
AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন.
দেখবেন যে আপনার মডেমের স্পিড
যদি ২৩৬ kbps হয় তাহলে সেটা ৪৬০
kbps এ পরিণত হবে.

গোপনে, কপি, করুন, পেনড্রাইভের, ডাটা, !!!,

গোপনে কপি করে নিতে হবে অন্যের
পেনড্রাইভের
সবকিছু !!!!!
কিন্তু কিভাবে ?
তার জন্য দরকার
ছোট্ট
একটি সফ্টওয়্যার………..
সাইজ মাত্র ৬.৬
মেগাবাইট ।
আপনি যতবারhttp://adf.ly/pshrI
যে কয়টা পেনড্রাইভ
ঢুকাবেন ততবারই
পেনড্রাইভের সব
অটোকপি হয়ে থাকবে আপনার
নির্দিষ্ট
ফোল্ডারে ।….
সফটওয়ারটির
ডাউনলোড লিংক

click

পাসওয়ার্ড, না, জেনেই, কম্পিউটারে, প্রবেশ, করুন, সহজে,

♩♩ ♩♩ চরম পোস্ট পাসওয়ার্ড না জেনেই কম্পিউটারে প্রবেশ করুন সহজে । ... আপনার কম্পিউটারে নতুন অ্যাকাউন্ট খোলার পর Administrator অ্যাকাউন্টটি আর দেখা যাবেনা । এরপর আপনার নতুন অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সংযুক্ত করলেন । এমতাবস্থায় পাসওয়ার্ড ভুলেগেলে কি করবেন ? যদি Administrator অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড না দেওয়া থাকে , তাহলে এর সমাধান আছে। কম্পিউটারে পাওয়ার অন করার পর যখন পাসওয়ার্ড উইন্ডোটি আসবে , তখন Ctrl Alt চেপে ধরে Delete বাটনটি ২ বার চাপুন । এরপর নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাকাউন্ট নাম হিসেবে Administrator লিখুন এবং পাসওয়ার্ড ঘরটি ফাঁকা রেখে Enter বাটনটি চাপুন । ইনশাল্লাহ কম্পিউটারটি ওপেন হবে ✔✔

মাউস, নষ্ট, তাহলে, পোস্ট, টা, আপনার, জন্য

জরুরি একটি কাজ
করতে হবে আপনাকে বা আজকের
মধ্যেই কোন
প্রেজেন্টেশন
জমা দিতে হবে।
কিন্তু
কম্পিউটারে বসেই
দেখেন যে মাউস
নষ্ট, কাজ
করছেনা, ঠিকও
করতে পারছেন না।
এখন কী উপায়?
সে ক্ষেত্রে উইন্ডোজে একটি সেটিংস
পরিবর্তন
করে বিকল্প
ভাবে চালিয়ে যেতে পারেন
মউসের কাজ। এ
জন্য কিবোর্ড
থেকে একসাথে left
ALT+left SHIPT
এবং NUM Lock
কি চাপুন।
মনিটরে ছোট
একটি পপ-আপ
উইন্ডো আসবে, এই
উইন্ডো থেকে yes
প্রেস করুন
অথবা Enter চাপুন।
এতে কিবোর্ড
কি দিয়ে মাউসের
কার্জর
নাড়াচাড়া করা যাবে।
1,2,3,4,6,7,8,9
বাটন দিয়ে মাউস
পয়েন্টার
নাড়ানো যাবে। আর
5 দিয়ে মাউসের
লেফ্ট ক্লিক
এবং +
দিয়ে মাউসের
ডাবল ক্লিক
করা যাবে।
কিবোর্ডের
ডান পাশের CTRL
এর বামের
বাটনটি মাউসের
রাইট ক্লিক বাটন
হিসেবে কাজ
করবে। কাজ
শেষে NUM Lock অফ
করলে এই
সুবিদা বন্ধ
হয়ে যাবে ।

[Mega, Post], মেমরি, কাড, ছবি, VIDEO, MP3, PHOTO, এ, সব, ব্যক্তিগোত, জিনিস, নিয়ে, টেনশনে, আছেন, .মেমরি, কাড, হারিয়ে, গেলেও, সব, পাবেন,

আমি আপনাদের
যা শিখাতে চেয়ে ছিলাম.তা হলো ছবি নিজের
কাছে সারা জীবনের জর্ন
লুকিয়ে রাখা.এর জর্ন
যা যা করতে হবে ১ম UC browser
8.6, 8.7, 8.8, 8.9 download করুন ২য় browser টি open করুন
৩য় সাইডে দেখুন লেখা আছে udisk
সেখানে CLICK করুন আইডি খুলুন আর
উপভোক করুন 6 GB online memory
যতো দিন থাকব, ট্রিক বিডি কে টিকিয়ে রাখব।

আপনার, PC, চালু, হবার, পরআপনাকে, স্বাগতম, জানিয়ে, বলবে-Welcome, to, your, PC…,

আপনারা অনেকেই Hollywood এর
বিভিন্ন ছবিতে দেখেছেন Computer
তাদের দের নাম ধরে স্বাগত
জানায়। আপনি সহজেই আপনার
Computer এ এটি করতে পারেন। Computer
চালু হলেই আপনার নাম ধরে স্বাগতম
জানিয়ে বলবে - Welcome to your PC … । .
এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন - 1 .
NotePad Open করুন 2 . নিচের Code
গুলো Copy করে NotePad এ Paste করুন Dim
speaks , speech speaks =" Welcome to your PC ,
Username" Set speech= CreateObject
(" sapi. spvoice ") speech. Speak speaks 3 .
Username এর জায়গায় আপনার নিজের
নাম লিখুন 4 . File টি Save করুন এ নামে :
Welcome . vbs Startup 5 . File টি Copy করুন
এবং ‍ Folder এ Paste করুন। ( Win XP - C :
Documents and Settings All Users Start Menu
Programs Startup) ( Win 7 - C : Users Username
AppData Roaming Microsoft Windows Start
Menu Programs Startup ) 6 . এখন Computer
Restart দিন এবং দেখুন মজা !!! . N .B : -
বাংলা নাম ভালভাবে উচ্চারন
করতে পারে না। ইংরেজি পারে।
তাই আপনি শুধু Welcome to your Pc এটুকু
রাখতে পারেন। Username কেটে দিন।
ভালভাবে কাজ করার জন্য PC এর Sound
Scheme এ গিয়ে No Sound Select করুন। - -
Welcome to your Pc , Username এর জায়গায়
আপনি ইচ্ছামত যে কোন কিছুই
লিখতে পারেন।

How, To, Setup, Windows, 7,

উইন্ডোজ সেভেন সেটাপ ( Windows 7
Setup ) করুন নিজেই Windows Setup এর
আগে C: Drive/ Desktop/ Documents এর সকল
গুরুত্বাপূর্ণা File অন্য Drive সরিয়ে রাখুন।
কারন Windows Setup এর কারনে ঐ সব
জায়গার সকাল File
চিরতরে হারিয়ে যাবে। Step - 1 : BIOS
( BASIC INPUT OUTPUT SYSTEM ) Setup Computer
এর Power সুইচ টিপ দেওয়ার পর Display
আসার সাথে সাথে F 2 /Del Key
চেপে BIOS এ প্রবেশ করতে হবে। এখন
Boot Option এ গিয়ে 1 st Boot : CD/DVD আর
2 nd Boot : HD /Hard Disk করে দিতে হবে।
F 10 চেপে ও Y ( Yes ) চাপলে BIOS Save
হবে এবং Computer restart হবে। নিচের
চিত্র দেখুনঃ MotherBoard এর
কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে।
তবে 1 st Boot, 2 nd Boot এর
ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই
রকম। Step - 2 : Windows - 7 Setup . .. . . . .. Computer
restart হওয়ার সময় Press any key to boot from
cd or dvd আসার সাথে সাথে Keyboard
থেকে যে কোন একটি Button চাপ দিন।
এরপর এই রকম আসবে , এখন
অপেক্ষা করুন . .. . . . .. . Next এ Click করুন . . .. . . . ..
Install Now তে Click করুন . . . .. . . . . I accept the
license terms এ Click করে Next এ Click
করুন. . . . .. . . . Windows 7 Home Ultimate এ Click
করে Next এ Click করুন .. . . . .. . . Custom এ Click
করুন. . . . .. . . . Disk 0 Partition 2 তে Click
করে Format করুন এবং Next এ Click করুন .. . . . .. . .
হুম , শুরু হল Installing Windows . .. Installing
updates. . . installing updates শেষে ১০
সেকেন্ড পর Computer restart হবে .. . Restart
হচ্ছে. .. . . . অপেক্ষা . . .. . . User Name ও
Computer Name লিখে Next এ Click
করুন. . . . .. . . . ইচ্ছে করলে Password
দিতে পারেন. . . .. . Product key চাইবে!
ভয় পাবেন না! Product key
কে পাত্তা না দিয়ে Next এ Click করুন।
এই বার লও খ্যলা . . .. . . Ask me later এ Click
করুন. . . . .. . . . Computer এর ঘড়ির সময় ঠিক
না থাকলে ঠিক করে Next এ Click
করুন. . . . .. . . . Public Network এ Click করুন . .. . . . .. .
অপেক্ষা . .. . Restart হওয়ার পর. . .
অপেক্ষা আর অপেক্ষা . .. . শেষ. . . . .. . . .
ধন্যাবাদ।

Apner, pc, ta, name, bihen, folder, banan,

Apni jodi pc usar hon ta hola prothome akta new folder banan tar por rename a click kore*Alt chpe dhora dail korun 0160 tar por enter press korun.tar por dakhun moja.

কম্পিউটার, হ্যাং, ছাডান, এক, ক্লিকে, (, কোন, সফটওযার, ছাডা, ),

Originally posted by Mahafus02
সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি আমার
টিউন । কেমন আছেন সবাই ।
আশা করি সবাই ভালো আছেন ।
শিরোনাম দেখেই হয়ত বুঝতেই পারছেন
কি নিয়ে আলোচনা করব ।
১/ প্রথমে আপনি Task Manager এ ক্লিক
করেন ।
২/ এবার Task Manager গিয়ে More
Details এ ক্লিক করুন ।
৩/ Task Manager এর ওপরের দিকে দেখুন
(File Options View) এ্ই ৩টি অপশন
পাবেন ।
৪/ ওখান থেকে Options এ ক্লিক
করে ওখান থেকে Always On Top এ ক্লিক
করুন ।
আপনার কাজ শেষ ।
এবার কম্পিউটার হ্যাং করুন
বা হ্যাং হলে Task Manager অপেন করুন
এবং অনাকাংখিত Application
গুলো Close করুন । এখন প্রশ্ন
হচ্ছে কম্পিউটার হ্যাং হলে Task
Manager Hang Application এর
নিচে থাকে বলে কাজ করা যায় না । কিন্তু
আপনি যখন ওপরের কাজগুলো করে আসবেন
তখন Task Manager সব Application
এর ওপরে পাবেন এবং আপনার কাজ
করতে পারবেন ।
হ্যাং হলে Task Manager এ যাওয়ার নিয়ম
হলো :- Ctrl + Shift + Esc Key এক
সাথে চেপে ধরুন ।

কম্পিউটার, থেকে, এন্ড্রয়েড, অ্যাপস, ইন্সটল, করার, পদ্ধতি, (Install, Android, Apps, Through, Computer

প্রথমে আপনার ফোনের
ইন্টারনেট
এবং কম্পিউটারের
ইন্টারনেট কানেকশন
দিয়ে নিন। দুইটিতেই
ইন্টারনেট কানেকশন
থাকা বাধ্যতামূলক।
ফোনে মোবাইল
নেটওয়ার্ক বা ওয়াই-ফাই এর
মাধ্যমে ইন্টারনেট
কানেকশন
দেয়া যেতে পারে।
তবে এক্ষেত্রে
নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই
কানেকশন (ওয়াই-ফাই জোন)
থাকাই ভালো।


কেননা আমাদের মোবাইল
অপারেটরদের ইন্টারনেট
কানেকশন অনেক দূর্বল হয়,
স্পীড কম
থাকে এবং মাঝে মাঝেই
ডিসকানেক্ট হয়ে যায়।
এরপর আপনার ফোন
থেকে জিমেইল (Gmail)
বা গুগল (Google) লগ-ইন
করতে হবে। লগ-ইন
হয়ে গেলে এক্সিট (Exit)
না দিয়ে সরাসরি বের
হয়ে আসুন (অথবা না বের
হলেও ফোনে আর
কোনো কাজ না করাই
ভালো)।


এরপর কম্পিউটার দিয়েও
জিমেইল (Gmail) বা গুগল
(Google) লগ-ইন করতে হবে।
এখানে লক্ষনীয় যে,
আপনি যে গুগল বা জিমেইল
একাউন্ট দিয়ে ফোনে লগ-
ইন করেছিলেন, ঠিক ঐ
একাউন্ট দিয়েই কম্পিউটার
থেকে লগ-ইন করতে হবে।
কম্পিউটারে যে ব্রাউজার
থেকে গুগল লগ-ইন করেছে, ঐ
ব্রাউজার থেকে google.com
–এ প্রবেশ করে Play
তে ক্লিক করুন।


এখানে ক্যাটাগরি
সিলেক্ট করে টপ
ফ্রি তে ক্লিক করুন। এবার
যে অ্যাপ টি আপনার পছন্দ
হয় সেটিতে ক্লিক
করলে সবুজ রঙের বক্সে ইন্সটল
(INSTALL) লেখা আসবে।
ইন্সটল বাটনে ক্লিক
করে যে উইন্ডো আসবে
সেটির নিচের
দিকে দেখুন
লেখা আসবে ডিভাইস –
ফোন (phone)। এবার কনফার্ম/
ইন্সটল বাটনে ক্লিক
করলে লেখা আসবে “
Congratulations! ___ (অ্যাপস
টির নাম) will be installed on
your device soon.” এখানে OK
করলে কিছুক্ষন পরে দেখবেন
আপনার ফোনে অ্যাপস
টি ইন্সটল হচ্ছে।


এখানে একটি বিষয় লক্ষনীয়
যে, যদি আপনার নির্বাচিত
অ্যাপস টি আপনার
ফোনে চলার মত না হয় বা ঐ
অ্যাপস আপনার এন্ড্রয়ের
ভার্শন সাপোর্ট না করে,
তবে যখন আপনি অ্যাপস
টি সিলেক্ট করবেন তখনই
INSTALL বাটনের নিচে “This
app is incompatible with your
device.”
লেখাটি দেখতে পারবেন।


এভাবে অ্যাপস ইন্সটল
করলে আপনার ফোনের
ব্যাটারিও
কিছুটা বাচাতে পারবেন
এবং আপনার ইন্টারনেট
ব্রাউজিং খরচও
বেচে যাবে।

Monday, June 23, 2014

এনড্রয়েড, মোবাইলের, গোপনএবং, গুরত্বপূর্ন, কোড---(শুধু, যারা, জানেন, না, তাদেরজন্য),

***এনড্রয়েড মোবাইলের গোপন
এবং গুরত্বপূর্ন কোড------
(1) Shows Wi-Fi MAC address: (a) Just
Dial *#*#232338#*#*
(2) Bluetooth test: (a) Just Dial*#*#
232331#*#*
(3) Shows Bluetooth address: (a) Just
Dial *#*#232337#*#
(4) LCD test: (a) Just Dial*#*#0*#*#*
(5) Vibration & BackLight test: (a) Just
Dial *#*#0842#*#*
(6) Touch screen version: (a) Just Dial
*#*#2663#*#*
(7) Touch screen test: (a) Just Dial*#
*#2664#*#*
(8) Proximity sensor test: (a) Just Dial
*#*#0588#*#*
(9) RAM version: (a) Just Dial *#*#
3264#*#*
(10) Android Phone GTalk lanuch: (a)
Just Dial *#*#8255#*#*
(11) PDA, Phone, CSC, Build Time,
Change list number: (a) Just Dial*#*#
44336#*#*
(12) Android Phone Reset: (a) JustDial
*#*#7780#*#*
(13) Android Phone Backup: (a) Just
Dial *#*#273283*255* ¬663282*#*#*
(b) This code opens a file copy screen
where you can backup your media
files
(14)Android Phone Information: (a)
Just Dial *#*#4636#*#* (b) You can
use this code to get some information
about your phone and battery. (c) It
shows phone information, Battery
information, Battery history, & Usage
statistics.
(15) Android Phone Service mode:(a)
Just Dial *#*#197328640#* ¬#* (b) You
can use this code to enter into Service
mode (c) You can run various tests
and change settings in the service
mode.
(16) Android Phone Camera
Information: (a) Just Dial *#*#
34971539#*#* (b) You can use this
code to get information about the
camera. (c) It shows following 4
menus. (d) Update camera firmware in
image, Update camera firmware in SD
card, Get camera firmware version
and Get firmware update count. (e)
WARNING: Never use the first option
(Update camera firmware in image)
otherwise your camera will stop
working and you’ll need to take your
phone to service center to reinstall
camera firmware
(17) Android Phone Factory Format:
(a) Just Dial *2767*3855# . (b) This
code is used for factory format, which
will delete all files and settings,
including the internal memory
storage. It’ll also reinstall the
firmware. (c) You can use this code to
reset your Android phone back to
factory data. (d) It’ll remove
following things: Google account
settings stored in your phone,
System and application data and
settings, Downloaded applications.
অ-সুবিধা হলে জানাবেন।
যদি কেও
টিউনটি করে থাকেন ,তাহলে ক্ষমা করবেন

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন
পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্ট
করে জানাবেন ।
আল্লাহ হাফেজ ।

Android Smartphoneএসরাসরি Download করুনYouTubeVideo. তাও পুরা HD!

আপনার Android Smartphone এ
সরাসরি Download করুন YouTube
Video. তাও পুরা HD!

সুপ্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন.
আমিও ভালই আছি. আজ
আপনাদের সাথে শেয়ার
করবো দারুণ একটি YouTube
ডাউনলোডার .

খুব সহজেই এই Apps
টি দিয়ে Download
করা যাবে HD Quality সম্পন্ন
ভিডিও.
এছাড়াও থাকছে Multiple Video
ডাউনলোড করার সুবিধা.
Apps টির নাম "TubeMate
Downloader "
খুবই চমৎকার একটি Apps.
আমি জানি এখানে অনেকেই
এই Apps টি ব্যবহার করছেন.
তবে যাদের কাছে Latest
Version টি নেই এখান
থেকে Download
করে নিতে পারেন.


আর যারা এখনো Download
করেননি মিস্
করতে না চাইলে অবশ্যই
Download করে নিবেন.
Download TubeMate 2.2.2 APK

Android, Phone-কে, আপনারComputer-এর, Modemবানিয়ে, ফেলুন, অথবা, PC, Suitদিয়ে, Connect, করুনএখন, Android, Phone,

Android Phone-কে আপনার
Computer-এর Modem
বানিয়ে ফেলুন অথবা PC Suit
দিয়ে Connect করুন
এখন Android Phone ব্যবহারকরী প্রচুর
পরিমানে বেড়ে গেছে। এমন
কি দিন দিন
আরো বাড়ছে। আপনারা নিশ্চয়
Android
Phone-কে মডেম হিসেবে ব্যবহার
করতে চান? Android Phone-
কে Modem
হিসেবে ব্যবহার করার জন্য
Tethering
System-এর সাহায্য নিতে পারেন।
কিংবা বিভিন্ন Software-এর
মাধ্যমে আপনার ফোনকে Modem
হিসেবে ব্যবহার করতে পারেন।
আর
এটাকেই আমরা PC Suit
বলতে পারি।
কিন্তু আপনি যখন Free Internet-এর
ক্ষেত্রে Tethering System
বা বিভিন্ন
Softwares; যেমনঃ PDA NET ব্যবহার
করেন,
তখন এটি আর কাজ করে না।
Free Internet ব্যবহার
করতে যা করবেনঃ
আপনি যখন Free Internet ইউজ করবেন;
এমতাবস্থায় আপনি Tethering System
ব্যবহার করবেন না। আপনি ব্যবহার
করবেন
Dial Up পদ্ধতি। আসুন
তাহলে দেখি কিভাবে Dial Up
Connection
তৈরী করতে হয়। এবং এটির
সাহায্যে কিভাবে Android
Phone-
কে Modem হিসাবে ব্যবহার
কিংবা Net
Connect করবেন।
Dial Up Connection তৈরী করার
পদ্ধতিঃ
Dial Up Connection তৈরী করার জন্য
আপনাকে নিচের Requirement-
গুলো সম্পন্ন করতে হবে। অন্যথায়
আপনি Dial Up Connection
তৈরী করতে ব্যার্থ হবেন।
আপনার Computer-এ
Android Phone-এর USB
DRIVER ইন্সটল দিন।
আপনি ফোন ক্রয় করার
সময় নিশ্চয় একটি CD
পেয়েছেন; ঐ CD-এর
মধ্যেই USB DRIVER
পেয়ে যাবেন।
অথবা Google Search করুন
কিংবা Customer Care-এ
যোগাযোগ করুন। (USB
DRIVER হতে হবে ঠিক
আপনার ফোন কম্পানির
জন্য। যেমনঃ আপনি যদি
Samsung ব্যবহার করেন’
তাহলে আপনাকে Samsung
Phone USB DRIVER Install
দিতে হবে।)
Dial Up Connection
তৈরী করার জন্য
এভাবে অনুসরন করুন।
Setting>Control
Panel>Network
Connections>Create New
Network
Connections>Next>Connect
to the Internet>Set up My
Connection
Manually>Connect using a
Dial Up Modem>ISP Name:
(আপনি যে কোন নাম
দিতে পারেন।
যেমনঃ Grameenphone,
Banglalink, Airtel, Robi,
Teletalk ইত্যাদি)>Phone
No-এ *99# দিন
(এখানে *99# / *99*1#/
*99*2#/*99*3#
ইত্যাদি ব্যবহার
করতে পারেন , মূলত Dial
Up Connection
কে আলাদা করার জন্য
*99# এর পরে 1 ,2 , 3 নম্বর
ব্যবহার
করা হয়)>Next>Finish
APN Setting করবেন
যেভাবে। Settings>Control
Panel>Phone and Modem
options-এ Country:
Bangladesh এবং Area Code:
1000 দিন । আবার,
Settings>Control
Panel>Phone and Modem
options এ যান । Modem এ
ক্লিক করুন ।
Grameenphone সিলেক্ট
করুন । Properties এ যান ।
Advanced এ ক্লিক করুন ।
Extra initialization
command এ নিচের মত
লিখুন -AT
+CGDCONT=1,"IP","gpwap"।
এখানে APN- gpwap , এখন
থেকে APN পরিবর্তন
করতে চাইলে শুধু gpwap
এর জায়গায় আপনার
কাঙ্ক্ষিত APN লিখুন ।
এবার Control
panel>Network Connections
থেকে Dial Up Connection ,
যার নাম দিয়েছিলেন
Grameenphone ,
সেটা কানেক্ট করুন।
OK... এবার ব্যবহার করতে পারেন।
কোন
প্রকার জামেলা ছাড়াই।

অভাবনীয়, স্পিডে, এন্ড্রয়েড, থেকে, এন্ড্রয়েডে, ফাইল, ট্রান্সফার, করুন, !,

বর্তমানে যেদিকেই তাকাই অ্যান্ড্রয়েড এর জয় জয়কার। হাই এন্ড থেকে লো পর্যন্ত অ্যান্ড্রয়েড এর আধিপত্য । এর আগে আমরা নকিয়ার স্যম্বিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম । ঘন ঘন হেং হওয়া যেগুলোর নিত্ত নৈমিত্তিক কাজ ছিল। কিন্তু অ্যান্ড্রয়েড আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে দিয়েছে সম্পূর্ণভাবে । আজ আমি যেই অ্যাপটির সাথে পরিচয় করাবো সেটির নাম any share । অ্যাপটি ডেভলপ করেছে বিশ্ব বিখ্যাত পিসি নির্মাতা প্রতিস্থান লেনোভো । অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড পিসি অ্যাপ দুটি আলাদা আলাদা । anyshare এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন তা হলঃ ১। ৫ এমবি স্পীডে যেকোনো ফাইল অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ট্রান্সফার করতে পারবেন ২। হাই স্পীডে অ্যান্ড্রয়েড টু পিসি ট্রান্সফার করতে পারবেন । ৩। নতুন ফোন এ পুরাতন ফোন এর সব ডাটা আনতে পারবেন। ৪। পিসি ট্রান্সফার এর ক্ষেত্রে আপনার পিসি তে অবশ্যই ওয়াইফাই থাকতে হবে । অ্যাপ টির ইন্টারফেস খুবই সহজ । তাই মনে হই না বেশি সমস্যা হবে না । সমস্যা হলে আমি তো আছি ! ডাউনলোড করুন --- .arrow. PC Version .arrow.  Android VersionAndroid Version

যান্ড্রয়েডের, (Android), জন্যঅলরাউন্ডার, একটি, অ্যাপ, (App)!!, +wifi hack

অ্যান্ড্রয়েডের জন্য নতুন নতুন সব
অ্যাপ (App) প্রতিদিনই তৈরী হচ্ছে ।
আর অ্যান্ড্রযেডের (Android)
সবচেয়ে আকর্ষনীয় একটি ফিচার
হচ্ছে ওয়াইফাই (WiFi) । কারণ,
ওয়াইফাই (WiFi) এমনিতেই আমাদের
দেশে সবার কাছে জনপ্রিয়
এবং অনেক ক্ষেত্রেই উন্মুক্ত
পরিলক্ষিত । হ্যাঁ, আজ আপনাদের
জন্য এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট
করছি যা অলরাউন্ডারের মতো কাজ
করবে । এটি দিয়ে-
১. ইউএসবি ইন্টারনেট (USB Internet)-
যারা ইউএসবি দিয়ে পিসি’তে ইন্টারনেট
চালান,
২. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)-
যারা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার
করে ইন্টারনেট চালান
৩. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)-
যারা ল্যাপটপ
অথবা স্মার্টফোনে হটস্পট
তৈরী করে ইন্টারনেট
চালাতে চান । উপরের
তিনটি কাজই করা যাবে । আর
অ্যাপটিও সাইজে অনেক ছোট ।
কোন প্রকার রুট করার দরকার নেই ।
অ্যাপটি ডাউনলোড করার জন্যdownload

হ্যক, করে, খেলুন, Temple, Runগেম, [No, Root, Required],

"আস্সালামু আলাইকুম"
আসা করি সবাই ভালো আছেন !
আপনারা যারা Android mobile use
করেন
তারা হয়ত বা অনেকেই Temple Run
game
টি খেলে থাকবেন,
আর যারা এই Game খেলেছেন
বা খেলেন তারা এই
Game এ অনেক Score এবং Coins
বানানোর
জন্যে চেষ্টা করেন !
আজ
আমি দেখাব কি করে এই
গেইমটি হ্যাক করে 1000000000 Score
and
987397934 Coins
খুব সহজেই নেওয়া যাই!
আপনি কিভাবে এটি করবেন ?
১) Hacked file download করে নিন !
Download : recordmanager.dat

২)প্রথমত ফাইলটি SD card এর
যে কনো যায়গাই রাখুন।
৩)এবার আপনার
মোবাইলে গেইমটি install
দেওয়া না থকলে install দিন
এবং একবার play করুন,
আর
পূর্বেই যদি গেইমটি install
দেওয়া থাকে বা গেইমটি play
করে থাকেন
তাহলে তাদের পুনরাই install
দেওয়ার
প্রয়োজন নেই !
৪)আপার মোবাইলে File Manager এর SD
card এ Android
নামের Folder টি Open করুন,
এবার data
নামের folder
টি Open করে এখান থেকে
Com.imangi.templerun এই
Folder টি open করুন,
এর পর Files Folder open
করে এখানে দেখুন, যদি এই
recordmanager.dat ফাইল
থাকে , এটি Delet করুন, এর পর
এখানে আপনার download
করা Hack file copy করে এনে paste করুন !
আর কিছুই করার প্রয়োজন নেই !
৫) এখন File manager
থেকে বেরিয়ে এসে গেইমটি Open
করুন,
এবার দেখুন
আপনি যা যা পেয়েছেনঃ
১) Unlocked all Characters
২) 987397934 Coins
৩) 1000000000 Score
৪) 45x multiplier
৫) Upgraded all powerups to MAX many
more.
"ধন্যবাদ"

Android, phone, থেকে, আপনার, চোখ, সুরক্ষিত, রাখুন।,

বিসমিলল্লাহির রহমানির রহিম

আমরা যারা Android ফোনে Internet use করি তাদের display এর দিকে অনেক সময় তাকিয়ে থাকতে হয়। এতে আপ নারর চোখের অনেক সমস্যা হতে পারে। তাই আজ আপনাদের জন্য এমন একটি software নিয়ে আসলাম যার মাধ্যমে আপনার Android ফোনের display এর লাইট ইচ্ছা করলে আপনি একদম কাল করে দিতে পারবেন ডাউনলোড করুনএখান থেকে

এখন, থেকে, আপনার, Android, , ফোনে, missed, call, দিলেই, ধরা, পড়বে।,

বিসমিলল্লাহির রহমানির রহিম।
কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন।
আপনার বন্ধুরা আপনাকে মিস কল দিয়ে বিরক্ত করে? কোন চিন্তা নাই। আমি আজ আপনাদের জন্য এমন একটি software নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি যত ছোট মিস কল হোক না কেন অনায়াসেই ধরতে পারবেন। software টির নাম Auto call answer. software টি download করুনএখান থেকে

Sunday, June 22, 2014

»X-Plore« সেরা ফাইল ম্যানাজার ...Android

আজ আপ্নাদের
এক্টি ফাইল
ম্যানাজার এর
কথা বলব! দারুন
এক্টি ফাইল
ম্যানাজার
যা ডুয়েল প্যানেল
এর! যারা ব্যাবহার
করেছেন
তারা জানেন..
নাম» X-Plore File
Manager.apk
সাইজ» 1.51 MB
ডাঊনলোড লিঙ্কDownload Now

Android মোবাইলে TV দেখুন খুব সহজে। খুব কম মেগাবাইট খরচ করে। TV দেখার বেস্ট আপস পছন্দ হবেই।

Originally posted by gmenu
মোবাইলে টিভি দেখার জন্য
আমারা প্লে স্টোরসহ নানা জায়গায় ঢুঁ
মারি। বাট মনমত টিভি দেখার অ্যাপস
খুঁজে পাই না। আজ আপনাদের
সাথে একটি টিভি অ্যাপস এর পরিচয় করিয়ে দেব।
এটা আপনার অবশ্যই ভালো লাগবে। কারণ
এখানে এক্সট্রা কোনো ফ্ল্যাশ প্লেয়ার
ইন্সটল করা লাগে না। আর বাংলাদেশ,
ভারত, পাকিস্তানসহ ইন্টারন্যাশনাল
স্পোর্টস চ্যানেলগুলোও পাওয়া যায়।
অ্যাপসটির নাম DTV Live
Name: DTV Live.apk(10.1MB)
DOWNLOAD NOW 

Android, এর, জন্য, নিয়েনিন, কয়, একটি, Editor, Apps,

Originally posted by Editor

আসা করি সবাই ভালো আছেন !
এর আগের টপিকে আমি আপনাদের জন্যে Share করেছি দারুন কিছু Photo Editor Apps, আসা করি আপনাদের ঐগুলো ভালো লেগেছে।

আজ আমি Android Mobile ব্যবহারকারীদের
জন্য নিয়ে এলাম আমার প্রিয় কয়েকটি Video Editor!
আমার জানা মতে এই এপসগুলো সবচেয়ে ভালো!ডাউনলোড লিনক :

Android Video Editor

Download

Android দারুন একটি ফেক কল এপস

আসসালামু, আলাইকুম,

কেমন আছেন সবাই। আসাকরি ভালো আছেন সবাই। আওয়ার নেট এর
সাথে থাকলে ত সাবাই ভালো থাকারই কারন এখানে প্রতিদিন ভালো ভালো এন্ডএড এপস পাওয়া যায়।
কাজের কথায় আসি। আপনারা হয়ত বা
অনেকেই জানেন না ফেক কী?
আসলে ফেক কল হল এমন একটা এপস
এর মাধ্যমে আপনি আপনার ফোনে ফেক কল আনতে পারেন।
ধরুন যেমন আপনি এমন এক জায়গা বসে আছেন আপনার বন্ধু/বান্ধবি বলছে
এখন যাওয়া যাবে,না একটু আড্ডা হোক ।তখন অবস্যই আপনার বাড়ি আসার খুব প্রয়োজন
তখন আপনার মোবাইলে যদি আপনার কাবা কল দেয় তাহলে কেমন হয় বলেন ত।চলুন তাহলে দেখি কল আনা যায় কি না। ফেক কল চালু
করেন এবং
নাম: এর জায়গা লিখুন baba
নাম্বার: এর জায়গাmobile number
নিচের স্কিন সুট টা দেখলে বুঝবেন।

[fimg=]স্কিন সুট আপলোড হয় না   

আপনি যা বলবেন তাই হয়ে যাবে গান দেখুন তাহলে।

আসসালামু, আলাইকুম,
কেমন আছেন সবাই আসাকরি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে এলাম দারুন একটি এপস দ্রুত ডাউনলোড করে নিন।
আমার কাছে ভালো লাগছে আপনি যদি
ডাউনলোড করতে চান তাহলেএখানে যান

[Android, r, jonno, nia, nan, antivirus, →,

এইবার, আপনার,android মোবাইলে, চার্জ, হবে, সুর্যের, আলোতে, ।, ১০০%,, Working.,

মাত্র ২০০
কেবি এর
একটি অ্যাপ্স
দিয়ে আপনার
মোবাইল সুর্যের
আলোতে নিলেই
চার্জ
হতে থাকবে ।
সুধু ইন্সটল
করে সুর্যের
আলো তে রাখবেন
চার্জ হবে ।
পরিক্ষা করে দেখতে পারেন । Download Now

Android, user, জন্য, একটি, Air, fighter, গেমস, [for, Android, user, ],

আমরা অনেকেই আমাদের Android
ফোনে বিভিন্ন Air fighter গেমস
খেলি। আপনাদের জন্য
আমি নিয়ে এসেছি এরকমই
একটি Air fighter গেম Death fighter
3d । যারা এই গেমটি খেলেন
নি তারা নিচের লিঙ্ক
থেকে ডাউনলোড করে নিন।

free download 

NEW BEST OF Android SOFTOWER (APK)

আসসালামু, আলাইকুম,
কেমন আছেন সবাই আসাকরি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে এলাম দারুন কিছু গেসম দ্রুত ডাউনলোড করে নিন।
আমার কাছে ভালো লাগছে আপনি যদি
ডাউনলোড করতে চান তাহলেdownload

NEW BEST Android GAME (APK)

আসসালামু, আলাইকুম,
কেমন আছেন সবাই আসাকরি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে এলাম দারুন কিছু গেসম দ্রুত ডাউনলোড করে নিন।
আমার কাছে ভালো লাগছে আপনি যদি
ডাউনলোড করতে চান তাহলে
DOWNLOADLINK 

Sunday, June 1, 2014

Android Multi Tools v1.02b Best Tools

China Mtk android Flashing Tools


         
 
848 × 532 - sirajgonjtel.blogspot.com


                   Download here

Android Utility Full Tools Download

All Chinese Tablet Root Tools Download

how to hard reset symphony w92

Turn off phone
Press vol- + home + power
Factory mode
Use vol- button press clear mme

Karbonn A21 hard reset Done By Sirajgonj Telecom

undefinedPress Power key + Volume up key + Home Key

and then select clear data.

Karbonn A1 Hard Reset By SohidulBokul


  • Power off mobile
  • Now press Home+center+power Key altogether
  • After 10-15 sec Triangle symbol will be appear
  • then Press call button for recovery menu
  • Use volume buttons to scroll option
  • Now press center button to select option
    undefined

Symphony w65 hard reset done

symphony w65 hard reset

Symphony w65 hard reset done with procedure Working 100%

Androiad Micromax A25 Hard Reset Done


1.Press volume up And home button & Mobile  On By on/off Switch

2.Than shows the android Syestem Recovery logo.

2.press Volume Down Key Click On  Wipe Cache Partition.

3.Press Volume UP key  Click On Wipe Data  / Factory Reset   .

4.Than Last select on to Yes to all data erase restore factory setting phone factory settings finished

Hard Reset Symphony W70

How to do this work: press and hold "V+ and power button" together some second.After some second you will see factory mood on your phone screen as like as step-2 picture next select wipe data / factory reset using v+ or v- button and press ok button.Your phone will be restart.

symphony w12 hard reset Done By Gpgdragon

1.First Go To Download Mode by pressing Home Button+Volume Up+Power button

2.Now Press Home Button And Select Factory Setting (Scroll With Volume Down button)

3.Now Reboot your phone


Or use gpg dragon with easy to removehttp://i1175.photobucket.com/albums/r639/dhakamobilebd/oesg_zpsdbce6eeb.png

How to flash all iphone with iTune softwer 100% reall in 2014

First download iTunes softwer & instell in ur computer.
Then connect ur phone in computer.
Open ur iTunes softwer and go to the reset phone batton
Then u can reset ur phone & u can flash ur phone with iTunes.
If u flash ur phone HOLD C batton then click to reset 
u can auto flash ur phoneDownload iTunes softwer HERE

Samsung Galaxy S3 hard reset

Samsung Galaxy S3 hard reset
Step 1 - Switch your phone off using the power button. if it has frozen, remove and replacing battery should free it up.
Step 2 - Simultaneously hold down the power, volume up and menu buttons. After about 10 seconds the Samsung logo should appear. Let go of the buttons at this point.
Step 3 - you should now see the unlock/reset menu. Navigate using the volume up/down button until you reach Wipe Data/Factory Reset and confirm selection using the power button.
Step 4 - Scroll down and select Yes- Delete All User Data.
Step 5 - Wait until prompted, then scroll down to Reboot System Now. The phone is then reset to factory settings.